জামাই - বাংলা কবিতা / Jamai

জামাই বাংলা কবিতাটি লিখেছেন আকরাম হোসাইন।

আগের মত নরম সুরে ক্যান কওনা কথা?
রেগে মেগে ঝারি মারো দেখাচ্ছো ব্যস্ততা। 
ঘরের কাজে সারাটা দিন কেটে যায় আমার, 
কাজে একটু ভুল হলেই কথা শোনাও হাজার।
আগের মত তোমার মুখে দেখি না আর হাসি, 
তুমি মুখ ঘুরিয়ে শুয়ে থাকো কিসের উদাসী?
এমন করে চললে তুমি মন থাকে না ভালো,
এই সংসারে আসবে নেমে অমাবস্যার কালো।
তাই বলে কি শুনো না গো ! একটা কথা শোনো?
ঘর সংসারের মায়ায় পড়ে ভালোবাসা বুনো।

Samira Jahan Qiamah

7 Blog posts

Comments