বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: অ্যান্টার্কটিক মরুভূমি হল আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মরুভূমি। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এন্টার্কটিকা! যদিও খোলা চোখে এন্টার্কটিকাকে কোনোভাবেই মরুভূমি বলে বোধ হয় না। সমগ্র এন্টার্কটিকা কঠিনরূপের পানি দিয়ে ঢাকা। পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ৭০ শতাংশ এতে সঞ্চিত। #সাধারণজ্ঞান #মরুভূমি #বিশ্ব
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 29032 ফুট (8849 মিটার) উচ্চতায় পৌঁছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। #সাধারণজ্ঞান #বিশ্ব #পর্বত
স্থলভাগের দিক থেকে বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: স্থলভাগে এশিয়া বৃহত্তম মহাদেশ। এশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে জনবহুল মহাদেশ, প্রাথমিকভাবে এই মহাদেশ পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭ শতাংশ ও স্থলভাগের ৩০ শতাংশ জুড়ে অবস্থিত।
#সাধারণজ্ঞান #মহাদেশ
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ।
#বিশ্ব #সাধারণজ্ঞান