রত্নাই নদী কবিতা

রত্নাই নদী এটি একটি পল্লী কবিতা এটি লিখেছেন: জহুরুল হক ।

ছোট্ট একটা নদী আছে রত্নাই যাহার নাম,

রিমঝিমিয়ে চলছে পানি চলছে অবিরাম।

বর্ষাকালে জোয়ার ভাটা নদী ভরা জল,

ডেঙ্গি নৌকা চলে তখন ছলছলা ছলছল।

চারিদিকে ছড়িয়ে পড়ে রত্না নদীর বান,

জেলে যারা মাছ ধরে আর গায় যে মধুর গান।

নদীর জলে ভেসে চলে কচুরিপানা যত,

দুই পাড়েতে লোকেদের ভিড় দেখছে তারা কত।

বন্যা যখন যায় গো থেমে এলাকা হয় খালি, 

খাল ডোবাতে মাছ ধরে কেউ নামায় হ্যাঙ্গা জালি।

বৈশাখেতে এই নদীতে হাঁটুর নিচে জল, 

ছোট্ট সোনা মনিরা গোসল করে করছে কোলাহল। 

ছোট্ট নদী রত্নাই মোদের এলাকার গৌরব,

বন্যা এলে সবাই মিলে করে যে উৎসব। 


Jakaria Daria

50 Blog posts

Comments