৫ নং নন্দলালপুর ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

৫ নং নন্দলালপুর ইউনিয়ন হল কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

আয়তন:

এই ইউনিয়নের মোট আয়তন হচ্ছে ৬৯.৯৩ কিমি (২৭.০০ বর্গমাইল) জুড়ে।

জনসংখ্যা

২০০১ সালের হিসাব কৃত আদমশুমারি অনুযায়ী এই গ্রামের জনসংখ্যা ছিল প্রায় ৪০,১৩৮ জন।

এই ইউনিয়নে ২০ টি গ্রাম আছে এবং মৌজা আছে ১৯ টি ‌।

গ্রাম সমূহের তালিকা:

  • আলাউদ্দিন নগর
  • দড়িকোমরপুর
  • পুটিয়া
  • উত্তর ভববানী পুর
  • পুরাতন চড়াইকোল
  • বুজরুক দুর্গাপুর
  • বুজরুক বাঁখই
  • মনোহরপুর
  • সদরপুর
  • নন্দলালপুর
  • সৌপুকুরিয়া
  • কাশিমপুর
  • বাঁশআড়া
  • হাবাসপুর
  • এলঙ্গী
  • এলঙ্গী আচার্য্য
  • বড়ুলিয়া
  • সোন্দাহ
  • চড়াইকোল
  • শিবরামপুর

 

এই ইউনিয়নের সর্বমোট জনসংখ্যা ৪০ হাজার।পুরুষ- ২১ হাজার, নারী- ১৯ হাজার জন। এদের মধ্যে মুসলমানঃ- ৩৯,হাজার ৫০০ জন,হিন্দু-৫০০ জন।তাঁতী সম্প্রদায়ঃ- ৩০০ পরিবার।

 

ইউনিয়নের ভূমির পরিমাণ :

মোট ভূমির পরিমানঃ- ৬.৬০৯ একক

মোট খাস জমি আছে- ৬১৫.৩৪ একক

এক ফসলী জমি আছে-৪৯৩ একক

দ্বোফসলী জমি আছে- ৩৭৯২ একক

তিন ফসলী জমি আছে- ২৩৭ একক

সেচের আওতায় মোট জমির পরিমানঃ- ৬০০ একক

 

এই ইউনিয়নে সরকারী পুকুরঃ- ১টি,খালঃ- ৫টি,নদীঃ-২টি, (গড়াই ও পচাই গড়াই),রেল ষ্টেশনঃ- ১টি,খেয়াঘাটঃ- ২টি,ফেরীঘাটঃ-১টি।

 

সরকারী প্রাথামিক বিদ্যালয়ঃ- ৭টি,বেসরকারী প্রাথামিক বিদ্যালয়ঃ- ৫টি স্যাটালাইট স্কুল= ২টি,মাধ্যমিক বিদ্যালয়ঃ- ৪টি,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ- ১টি,দাখিল মাদ্রাসাঃ- ২টি,সাধারণ(অনু:) মাদ্রাসাঃ-৫টি,কলেজঃ- ১টি,বি.এড কলেজঃ- ১টি,শারিরিক প্রশিক্ষণ শিক্ষা কলেজঃ- ১টি।

শিক্ষাঃ

শিক্ষা হারঃ- ৬০%

পুরুষঃ- ৪০%

নারীঃ- ২০%

 

এই ইউনিয়ন পরিষদ সম্পর্কে নতুন কোন তথ্য আপডেট হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং সকলকে সঠিক তথ্য দেয়ার জন্য আমাদেরকে সাহায্য করুন।

 


Jakaria Daria

49 Blog posts

Comments