১১ নং চরসাদীপুর ইউনিয়ন পরিষদ, কুমারখালী, কুষ্টিয়া

১১ নং চরসাদীপুর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের কুমারখালী উপজেলা ,কুষ্টিয়া জেলা ,খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

আয়তন:

এটি ৬৪.৪১ কিমি২ (২৪.৮৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত ।

জনসংখ্যা

 ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৭৩২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ১০টি। 

কুষ্টিয়া জেলা হতে পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন একটি ইউনিয়ন। কুষ্টিয়া জেলা পদ্মার দক্ষিণ পাড়ে হলেও সাদীপুর , ইউনিয়নটি পাবনা সদর উপজেলা সংলগ্ন পদ্মার উত্তর পাড়ে

১১ নং চরসাদীপুর ইউনিয়নের গ্রাম সমূহ:

  • আড়ুয়াবানধা
  • রাগুন্দা বাতন পাড়া
  • ভৈরবপাড়া
  • চাঁদপুর
  • দিয়ার বাগুন্দা
  • গোবিন্দপুর
  • ঘোষপুর
  • চরসাদীপুর
  • শ্রীকোল

 

এই ইউনিয়ন পরিষদ সম্পর্কে নতুন কোন তথ্য আপডেট হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং সকলকে সঠিক তথ্য দেয়ার জন্য আমাদেরকে সাহায্য করুন।


Jakaria Daria

49 Blog posts

Comments