৫ নং আলামপুর ইউনিয়ন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া

৫ নং আলামপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

আয়তন

আলামপুর ইউনিয়ন ৬৯.৭২ বর্গকিলোমিটার (২৬.৯২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত।

জনসংখ্যা

 ২০০১ সালের হিসাব কৃত আদমশুমারী অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৮,৩২৬ জন।

গ্রামের নাম সমূহ:

ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও ওয়ার্ডের সংখ্যা ৯টি। দহকুলা গ্রামের আয়তন ও জনসংখ্যা বেশি হওয়ায় দহকুলা গ্রাম ৩টি ওয়ার্ডে বিভক্ত।

  • ০১ ) স্বস্তিপুর 
  • ০২) কাথুলিয়া 
  • ০৩ ) শিমুলিয়া
  • ০৪) দরবেশপুর
  • ০৫ ) স্বর্গপুর
  • ০৬ ) নওয়াপাড়া 
  • ০৭ ) দহকুলা 
  • ০৮ ) আলামপুর
  • ০৯ )রাজাপুর 
  • ১০ ) খয়েরপুর
  • ১১) চাঁপাইগাছি

 

 আলামপুর ইউনিয়নে অবস্থিত দহকুলা গ্রামে বাংলা পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের শেষার্ধে দুইটি ঐতিহাসিক গ্রাম্য মেলা আয়োজিত হয়।

 

কলেজ সমূহ

আলামপুর বালিয়াপাড়া কলেজ = আলামপুর

প্রতিষ্ঠানের নাম ও গ্রাম

স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয় = স্বস্তিপুর।

আলামপুর বালিয়াপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়= আলামপুর।

আলামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়= আলামপুর।

সৈয়দ আলতাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়= আলামপুর।

দহকুলা মহম্মদশাহী উচ্চ বিদ্যালয় = দহকুলা।

প্রাথমিক বিদ্যালয় সমূহ:

৩৪ নং স্বস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় = স্বস্তিপুর।

৩৩ নং চাঁপাইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়= চাঁপাইগাছি।

দহকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় = দহকুলা।

১০৯ নং দহকুলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়= দহকুলা।

স্বর্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়= স্বর্গপুর।

৩১ নং আলামপুর সারকারি প্রাঃ বিদ্যালয় = আলামপুর।

শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় = শিমুলিয়া।

মাদ্রাসা

নং প্রতিষ্ঠানের নাম ও গ্রাম

স্বস্তিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা = স্বস্তিপুর।

স্বস্তিপুর সালাফি মহিলা মাদ্রাসা = স্বস্তিপুর।

দহকুলা দারুলউলুম মাদ্রাসা ও এতিমখানা= দহকুলা।

আলামপুর ফজলুল উলুম কওমি মাদরাসা= আলামপুর।

দর্শনীয় স্থান

আলামপুর ইউনিয়নের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের তালিকা ৫ টি ।

নাম ও ঠিকানা

চাঁপাইগাছির বিল ,প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর= চাঁপাইগাছি।

স্বস্তিপুর শাহী মসজিদ মোঘল আমলে তৈরি মসজিদ= স্বস্তিপুর।

পূরাতন হিন্দু জমিদার বাড়ি ৭০০ বছরের পুরনো= আলামপুর।

ষাট তলা হাজার বছরের পূরোনো বটবৃক্ষ= আলামপুর।


Jakaria Daria

49 Blog posts

Comments