৯নং ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া,

৯নং ঝাউদিয়া ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ।

আয়তন

এটি ৬৯.২০ বর্গকিলোমিটার (২৬.৭২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত 

জনসংখ্যা

২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৭৭২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৭টি।

 

গ্রাসমূহ:

  • আস্তানগর
  • হাতিয়া
  • বদ্দিনাথপুর
  • ঝাউদিয়া
  • মাছপাড়া
  • আলীনগর
  • উদয়পুর
  • কাশিনাথপুর
  • খোর্দ বাখইল
  • চরবাখইল
  • মধ্য বাখইল

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ

ঝাউদিয়া মহাবিদ্যালয় (১৯৯৯)

মাধ্যমিক বিদ্যালয়

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০)

প্রাথমিক বিদ্যালয়

৫৫ নং ঝাউদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৫২)

ঝাউদিয়া বাজার প্রাথমিক বিদ্যালয়

৯৯ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৪)

বুজরুক বাখইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৮)

অন্যান্য

ক্যারিয়ার হাউজ মডেল স্কুল এন্ড টিচিং সেন্টার।

 

দর্শনীয় স্থান

ঝাউদিয়া শাহী মসজিদ

ঝাউদিয়া কাদরিয়া দরবার শরিফ জামে মসজিদ।

চাঁপাইগাছির বিল।

 

এই ইউনিয়ন পরিষদ সম্পর্কে নতুন কোন তথ্য আপডেট হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং সকলকে সঠিক তথ্য দেয়ার জন্য আমাদেরকে সাহায্য করুন।


Jakaria Daria

49 Blog posts

Comments