ঢাকা নাকি টাকা উড়ে - বাংলা কবিতা

ঢাকা নাকি টাকা উড়ে বাংলা কবিতাটি লিখেছেন জহুরুল হক সংস্করণ করেছেন মুরশিদুল ইসলাম।

ঢাকা নাকি টাকা উড়ে শুনলে কথা মাথা ঘুরে।
হায়রে টাকা টাকারে তুই কোন কাগজের টাকা, 
তোর কারনে স্বজন ছেড়ে যাচ্ছে চলে ঢাকা। 
টাকা নাকি উড়ে বেড়ায় ওই ঢাকার শহরে, 
টাকা যেকি কঠিন জিনিস দেখো কামাই করে। 
টাকার লোভে পড়ে মানুষ যাচ্ছে চলে ঢাকা, 
মাথার ঘাম পায়ে ফেলে ধরছে মানুষ টাকা। 
ঢাকা নামের এই শহরে কত গার্মেন্টস কত কারখানা,
সকাল হলেই কর্মব্যস্তায় চলছে কতজনা।
ঢাকা শহর বড় শহর আজব শহর ঢাকা, 
এই শহরে এত মানুষ নেই তো কোন ফাঁকা। 
কেউ চাকরি করে গার্মেন্টসেতে টাকা কামাই করে,
কেউবা আবার চাকরিবিনে ঘুরছে দ্বারে দ্বারে।
কামার কুমার জেলে তাতে চাকরিজীবী এই শহরে আছে,
টাকা টাকা করে মানুষ ঘুরছে টাকার পাছে।
কর্ম বিহীন থাকবে যে জন থাকবে পকেট ফাঁকা, 
কর্ম ছাড়া কেউ দেবে না তোমায় একটি টাকা। 

Samira Jahan Qiamah

7 Blog posts

Comments