বাক্যতত্ত্ব :
সাধারণত বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে । বাক্যের নির্মাণ ও এর গঠন হচ্ছে বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়৷ বাক্যের মধ্যে পদ এবং বর্গ কীভাবে বিন্যন্ত থাকে, বাক্যতত্ত্বে এটা বর্ণনা করা হয়। এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করা, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের যোগ্যতা,কারক বিশ্লেষণ, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও হচ্ছে বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে৷ #ব্যাকরণ

image