ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। আমরা জানি লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস,বাগ্যন্ত্র, বাগ্যস্ত্রের, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি ৷ #ব্যাকরণ

image