তুমিই আমার ভুবন প্রেমের কবিতা

তুমিই আমার ভুবন এটি একটি প্রেমের কবিতা ।লিখেছেন : মুরশিদুল ইসলাম।

আমাদের ভুবনে থাকবে না কোনো বেদনা,

থাকবে না কোন বিরহ আর দেনা পাওনা।

তোমাকে ছেড়ে আমি কখনো দূরে যাব না,

তোমার ব্যাপারে আমি কখনোই পিছপা হবো না।

ঢেকে রাখবো তোমায় দিয়ে সব ভালোবাসা,

প্রমাণ করতে পারি, তুমি আমার সকল আশা।

আমার জীবনে তুমি এনে দিলে পরিবর্তন,

তোমার জন্য আমার সবকিছু রেখো তুমি স্মরণ।

তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন,

তুমিই আমার ভালোবাসা তুমিই আমার ভুবন।


Samira Jahan Qiamah

5 Blog posts

Comments