দুঃখ বলি কারে - বাংলা কবিতা

দুঃখ বলি কারে এই কবিতাটি লিখেছেন জহুরুল হক।

দুঃখ বলি কারে, পাঁচ টাকার কলম কি বেইমান হতে পারে।

কলম দিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে জ্ঞান। 

অনেক বিদ্যা অর্জন করেও ঘুষ খাবে সেই ধ্যান।

ঘুষের টাকা কামাই করে অফিসে তে বসে। 

কলম খানি চালায় তাহার পকেটেতে পুষে।

ঘুষের টাকায় করছে বাড়ি করছে কলকারখানা। 

গরিব কিন্তু সবই জানে ,কার না আছে জানা। 

পাঁচ টাকার এই কলম খানি কি বেইমান হতে পারে।

মানুষ কিন্তু কঠিন বেইমান বেইমান বানায় তারে।

কলম তোমার দোষ ছিল না তুমিতো নির্দোষ।

তোমায় কিন্তু দোষী বানায় ঘুষখোর রাক্ষস। 

খাতা তুমি অতি সাদা লাইন তোমার সোজা। 

তোমার বুকে চাপিয়ে দিচ্ছে কঠিন কঠিন বোঝা। 

অনেক বিদ্যা অর্জন করেও খাচ্ছে মানুষ ঘুষ।

টাকার লোভে পড়ে মানুষ হচ্ছে যে বেহুশ। 

ঘুষ খেওনা সুদ খেওনা হুশিয়ার সাবধান।

পরকালে করবে বিচার আল্লাহ মেহেরবান। 

খাতা কলম বেইমান নহে মানুষ হয় বেইমান। 

সময় থাকতে ওরে মানুষ হয়ে যাও সাবধান।


Jakaria Daria

11 Blog posts

Comments