বাংলাদেশে কয়টি জেলা রয়েছে/আছে এবং নাম সমূহ কি কি?

বাংলাদেশ খুবই ছোট একটি দেশ হলেও আমাদের রয়েছে ৬৪ টি জেলা । নিচে আমরা জেলাগুলোর নাম সহ বর্ণনা করছি।

বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪ টি।

এবার আমরা বাংলাদেশের ৬৪ জেলার নাম শিখব। আমরা একটু ভিন্নভাবে জেলার নামগুলো উপস্থাপন করব যাতে করে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয়।

বাংলাদেশের ৬৪টি জেলার মানচিত্র

"মনে রাখার সহজ উপায় বাংলাদেশের ৬৪ জেলার নাম।"

১. নামের শেষে পুরযুক্ত আছে এমন জেলার সংখ্যা ১২টি:

 পিরোজপুর, গাজীপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর, জামালপুর, দিনাজপুর, রংপুর,চাঁদপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর,।

২. নামের শেষে গঞ্জযুক্ত আছে এমন জেলার সংখ্যা ৯টি:

 

হবিগঞ্জ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

 

৩. নামের শেষে আ-কারযুক্ত আছে ১৫টি জেলার:

 

বগুড়া, নওগাঁ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ভোলা, বরগুনা, ঢাকা, গাইবান্ধা, নেত্রকোণা,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা।

 

৪. নামের শেষে হাটযুক্ত ৩টি জেলার:

 

জয়পুরহাট, বাগেরহাট, লালমনিরহাট।

 

৫. নামের শেষে বাজার-যুক্ত আছে ২টি জেলার:

 

কক্সবাজার, মৌলভীবাজার।

 

৬. নামের শেষে গ্রামযুক্ত ২টি জেলার:

 

চট্টগ্রাম, কুড়িগ্রাম।

 

৭. নামের শেষে খালীযুক্ত ২টি জেলার:

 

নোয়াখালী, পটুয়াখালী।

 

৮. নামের শেষে আইলযুক্ত ২টি জেলার:

 

 নড়াইল, টাঙ্গাইল।

 

৯. নামের শেষে ই-কারযুক্ত ৩টি জেলার:

 

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি।

 

১০. নামের শেষে ঈ-কারযুক্ত ৫টি জেলার: (খালী যুক্ত জেলা বাদে)

 

ফেনী, রাজশাহী, নরসিংদী, রাজবাড়ী, নীলফামারী।

 

১১. নামের শেষে কারবিহীন ৯টি জেলার : (পুর, গঞ্জ, হাট, বাজার, গ্রাম, আইল ছাড়া)

ঝিনাইদহ, বরিশাল, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ,বান্দরবান, নাটোর, যশোর।

** আশা করি এইভাবে করে পড়লে আপনাদের মুখস্ত হয়ে যাবে। যদি আমাদের আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। 

ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


Jakaria Daria

49 Blog posts

Comments