১ নং হাটশ হরিপুর ইউনিয়ন,কুষ্টিয়া সদর, কুষ্টিয়া,

১ নং হাটশ হরিপুর ইউনিয়ন বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগের প্রশাসনিক অঞ্চল।

আয়তন

এই ইউনিয়নের সর্বমোট আয়তন ৫১.৮০ বর্গ কি.মি. (২০.০০ বর্গমাইল) এলাকা জুড়ে ।

জনসংখ্যা

 ২০০১ সালের হিসাব কৃত আদমশুমারী অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪২,৫৭৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৯টি। 

ইউনিয়নটি একটি নদী বিধৌত এলাকা। কুষ্টিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন এটি।পদ্মা এবং গড়াই নদী ইউনিয়নটিকে তিন দিক থেকে বেষ্টন করে আছে। কুষ্টিয়া শহরের কোল ঘেঁষে থাকা ইউনিয়নটির সাথে ২০১৭ সালে গড়াই নদীর উপরে নির্মিত হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুটি নির্মাণ হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নতি হয়েছে।

 

১ নং হাটশ হরিপুর ইউনিয়নের গ্রাম সমূহ:

  • হাটশ হরিপুর
  • বোয়াইলদাহ
  • শালদাহ
  • পুরাতন কুষ্টিয়া
  • কান্তিনগর
  • চরভবানীপুর
  • গোপীনাথপুর

 

বাকি গ্রাম গুলো কারো জানা থাকলে কমেন্টে লিখে যাবেন এবং আমাদের কোন ভুল হলেও অবশ্যই কমেন্ট করবেন।


Jakaria Daria

49 Blog posts

Comments