ছেড়ে যাবার নাম ভালোবাসা নয়

ভালোবাসা হলো বিপদে আপদে একে অন্যের পাশে থাকা এবং একে অপরকে বোঝা

আপনি আজ যে মানুষটাকে ছেড়তে চাচ্ছেন,

শেষবারের মতো হলেও তাকে ধরে রেখে দেখুন হয়তো আপনি নিজেই কিছুদিন পর বলবেন তখন তাকে ছেড়ে দিলে বড্ড বড় ভুল হয়ে যেতো !! আরে ভাই,,,ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তারপর তো আর কিছুই করার থাকে না... কিন্তু যদি একটু কষ্ট করে হলেও ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো করে বানিয়ে নেওয়া সম্ভব... মনে রাখবেন এখনকার দিনে কেউ থেকে যেতে চায় না ! আর যে থেকে যেতে চায় , ভাইয়া তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন... 

অন্তত পক্ষে তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক না কেনো... বরং মানুষটাকে রেখে দিলে আপনিই বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে... এটুকুই বা কয়জন গর্ব করে বলতে পারে আজকাল ! আসলে ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না... আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না... কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে... 

যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো পার্থক্য রইলো না ! সামান্য এদিকওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে আপনি ধরে রাখতে পারবেন না... কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়াটা জানতে হয়... ধৈর্য ধরতে হয় ! ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও সত্যিকার অর্থে ভালো থাকা যায় না... ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মতো করে আপনাকে মানিয়ে চলতে হবে... একাধিক মানুষকে ভালো না বেসে একজনকে মন থেকে ভালোবেসে দেখুন, জীবন সুন্দর হবে ! আরে ভাই, এ জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না... 

আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই পারফেক্ট... ভালোবাসতে হয় একটু কমতি দেখে... ভালোবাসতে হয় একটু খুঁত দেখে... পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো !!


Samira Jahan Qiamah

5 Blog posts

Comments