ডিজিটাল প্রেম কবিতা - ওয়াহেদ কাজী

ডিজিটাল প্রেম এটি একটি কবিতা লিখেছেন : ওয়াহেদ কাজী । প্রকাশনায় : লেখনীর ছন্দ ।

তখন ভালোবাসা ফুটে উঠত

প্রেম পত্রের বাহারে,

নিঃস্বার্থ প্রেমিক অপেক্ষারত 

নীল খামে পুরা উত্তরের উপহারে।

 

সোশ্যাল মিডিয়ার টানে যুগ গেছে বদলে

পত্রমিতালী শেষ হয়ে গেছে

রানারও গেছে পথ ভুলে।

 

এসেছে ডিজিটাল যুগ

রোমিও-জুলিয়েট খুঁজে পাওয়া ভীষন দায়

প্রেম কোথায় আজ সব প্রতারণা হায়

চলছে সবই মোহের হুজুগ।

 

মন নিয়ে যত লীলা খেলা

হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বসে রোজ প্রেমের মেলা,

নগ্ন শরীরে ছড়ায় উত্তাপ

দুটি শরীর এক হয়ে ফের হয় ব্রেক-আপ।

একেমন ভালোবাসা

নাকি শুধু ভ্রান্ত মনের আশা?

 

একটাই প্রশ্ন শুধু জাগে মনের মাঝে

সত্যিকারের ভালোবাসা কি এখনও আছে?

সে যুগে ছিল ভালোবাসা মানুষের মনে

এযুগেও

আছে, তবে পকেটের মুঠোফোনে


Samira Jahan Qiamah

5 Blog posts

Comments