শুভ সকাল ভালোবাসার কবিতা

শুভ সকাল এটা একটা ভালোবাসার কবিতা , লিখেছেন : মুরশিদুল ইসলাম।

বৃষ্টি ভেজা সকাল আমায়

দেয় যে দোলা প্রানে,

উষ্ণ ছোঁয়া পায় হৃদয়ে

ভালবাসার স্পর্শে।

ভালবাসার ছোঁয়া আছে 

আছে প্রেম ও প্রীতি,

তার-ও সাথে আছে হাজার 

রোমাঞ্চকর স্মৃতি।

আছে প্রিয় হৃদয়ের টান

সুখের আলিঙ্গনে,

বৃষ্টি ভেজা মিষ্টি মুখের

সৃষ্টি সুখের ক্ষণে।

"শুভ সকাল"

আশাকরি কবিতাটি আপনাদের ভালো লেগেছে। 

নতুন নতুন কবিতা পেতে আমাদের পেজ ফলো করে রাখুন। 

আরো পড়ুন : ডিজিটাল প্রেম - ওয়াহেদ কাজী


Samira Jahan Qiamah

5 Blog Postagens

Comentários