১ নং কয়া ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

কয়া ইউনিয়ন কুমারখালী উপজেলার কুষ্টিয়া জেলার খুলনা বিভাগের অন্তর্গত একটি ইউনিয়ন।

অবস্থান

কুমারখালী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে পদ্মা ও গড়াই নদীর তীরে অবস্থিত। কয়া ইউনিউনের উত্তরে পদ্মা নদী ও কুমারখালির ঘোষপুর,পশ্চিমে কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়নের কান্তিনগর বোয়ালদহ, দক্ষিণে চাপড়া ইউনিয়ন এবং পূর্বে শিলাইদহ ইউনিয়ন ও নন্দলালপুর ইউনিয়ন অবস্থিত।

আয়তন

কয়া ইউনিয়নের আয়তন ৪৬০৮ একর (১৯.৬১ বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নে মোট ৫৫০৯টি পরিবার আছে।

নদীসমূহ

কয়া ইউনিয়নে রয়েছে পদ্মা নদী। গড়াই নদী

গ্রাম সমূহ

  • কয়া
  • খলিশাদহ
  • ছোট লক্ষীকোল
  • বাড়াদি
  • সুলতানপুর
  • বেড়কালোয়া
  • কালোয়া
  • শ্রীকোল
  • বানিয়াপাড়া
  • চরবানিয়াপাড়া
  • গট্টিয়া
  • ঘোড়াই

জনসংখ্যার উপাত্ত

২০১১ সনের আদমশুমারি অনুসারে কয়া ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৫৫২ জন,এরমধ্যে মহিলা- ১৬,৮৪৮জন এবং পুরুষ-১৬,৭০৪জন

 


Jakaria Daria

49 Blog posts

Comments